সাভারের আশুলিয়ায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে চার হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি, উত্তর)। আটককৃতরা হলেন বাপ্পি মল্লিক (২২), সুমা আক্তার (২২) ও সুমন পাটোয়ারি (২৮)।
এ ব্যাপারে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (উত্তর) উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় আশুলিয়ার জিরাবো থেকে তিন হাজার ছয়শ' পিস ইয়াবাসহ সুমাকে, নিশ্চিন্তপুর থেকে দুইশ'৫০ পিস ইয়াবাসহ বাপ্পিকে ও মধ্যগাজিরচট থেকে দুইশ' পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকেরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৯(খ) ধারার অপরাধে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ