কুমিল্লার জেলখানা বাড়ি রেলক্রসিং ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক জন। আজ মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস কুমিল্লার লালমাই এলাকার জেলখানা বাড়ী রেল ক্রসিংয়ে রেল লাইন অতিক্রম করার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা আবু তাহের নামে এক আরোহী নিহত হন, আহত হয় আরও ২ জন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন। তার পরিচয় পাওয়া যায়নি।
মাইক্রোবাসটি একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কাজে ব্যবহৃত হত। এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে প্রায় ১ ঘন্টা রেল চলাচল বন্ধ থাকে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ