‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ উপলক্ষে মঙ্গলবার নেত্রকোনা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহরাজ হোসেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, ইউনিসেফ কর্মকর্তা ফিরোজ আলম, ব্র্যাক জেলা প্রতিনিধি প্রবাল সাহা এবং নাসিমা বেগম।
এদিকে, দিবসটি উপলক্ষে নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতি সদর উপজেলার আমতলা ইউনিয়নের ১৬০টি দরিদ্র পরিবারের মাঝে রিং টয়লেট সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ