বাগেরহাটের মোরেলগঞ্জে ৫টি পরিবারকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগে উঠেছে। আজ বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পূর্ব চিপাবারইখালী গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের মেয়ে মামকসুদা মাকামি। এসময় ওই গ্রামের কথিত ভুক্তভোগী মো. আতাহার হাওলাদার, জবেদা বেগম, আব্দুল মজিদ হাওলাদার, পারুল বেগম ও এরাতোন বেগম উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, পূর্ব চিপাবারইখালী গ্রামের মানিকুজ্জামান হাওলাদার তার প্রতিবেশী কয়েকটি পরিবারের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙ্গিয়ে ও একত্রে থাকা ছবি দেখিয়ে এলাকায় প্রতারণা করছেন।
সফটওয়ার ইঞ্জিনিয়ার মানিকুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রবাজি, পুলিশ প্রশাসনে প্রভাব খাটানো ও নারী নির্যাতনসহ অনেক অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগও তুলেছেন প্রতিবেশী চাচাতো বোন মাকসুদা মাকামি। তবে তিনি উত্থাপিত কোন অভিযোগেরই দালিলিক প্রমাণ দেখাতে পারেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার