সাভারের আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক হত্যা চেষ্টা মামলায় ইউপি সদস্য আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আশুলিয়ার আদর্শপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক আশুলিয়ার বেলমা গ্রামের মৃত কানু মাতবরের ছেলে। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর আউকপাড়া এলাকায় জমি দখল করতে গিয়ে দম্পতি সিরাজুল ইসলাম ও বিথী বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন ইউপি সদস্য আব্দুল খালেক ও তার সহযোগিরা। এ ঘটনায় ১৬ অক্টোবর ওই দম্পত্তির ছেলে সজল আহম্মেদ বিদ্যুৎ বাদী হয়ে আব্দুল খালেককে প্রধান ও ১৬ জনসহ অজ্ঞাত ২৫ জনকে আসামী করে একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং-৩৫) দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে আব্দুল আউয়াল ইউপি সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর