কুমিল্লার দেবিদ্বার ও চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্স্যুরেন্স কর্মীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার বনকোট গ্রামের মুন্সী বাড়ির বায়েজিদ হাসান মুন্সী (২৭) মঙ্গলবার সকালে নিজ বাড়িতে কাপড় শুকানোর তার থেকে কাপড় ছড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে, মৃত হাসান মুন্সীর একমাত্র বোন নাছরিন আক্তার (২৩) তাকে বাঁচতে এসে তিনিও মারাত্মক আহত হয়েছেন। বায়েজিদ হাসান মুন্সী বনকোট মুন্সী বাড়ির নুরুল ইসলাম মুন্সী মাস্টারের একমাত্র ছেলে। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ’ এর দেবিদ্বার অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে তিনি কর্মরত ছিলেন।
এদিকে, চৌদ্দগ্রাম উপজেলায় একই দিন দুপুরে সবজি খেতে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফেলনা গ্রামের ছেরাজুল ইসলামের ছেলে এবং ফেলনা কেন্দ্রীয় জামে মসজিদের হিসাব রক্ষক। দুপুরে বাড়ির পাশের সবজি খেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সূত্র জানায়, ইমাম হোসেন সবজি খেতে পানি দেয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/এনায়েত করিম