মাগুরা শালিখা উপজেলার পুলুম বাজারে একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডি'র ৪ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার দুপুরে এসব চাল জব্দ করা হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ইউনিয়ন পরিষদের মাধ্যমে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণযোগ্য চাল গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম বাজারে বিক্রি হচ্ছে। আমি দুপুরে পুলুম বাজারে উপস্থিত হয়ে ছালাম মিয়ার দোকান থেকে ৩০ কেজির ৪ বস্তা চাল জব্দ করি। এ সময় দোকানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/হিমেল