ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের ছাত্রী সদ্য বিবাহিত নাসরিন আক্তারকে (২১) যৌতুকের কারণে হত্যার প্রতিবাদে ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়বাসীর আয়োজনে শহরের প্রাণ কেন্দ্রে চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্র-ছাত্রী, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়বাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. মোস্তাক আলম টুলু, পৌর কাউন্সিলর দ্রোপদী দেবি আগরওয়ালা, মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেব, ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা বেগম, ঠাকুরগাঁও জননী সংস্থার নির্বাহী পরিচালক নূর বানু বেগম, উপমা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারজানা আখতার পাখি, মেয়ের বাবা নাজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের নাজিম উদ্দীনের মেয়ে ও একই উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী নাসরিনের লাশ একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে নাসরিনের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে নাসরিনের স্বামী রেজাউল করিম, শ্বশুর নুর ইসলাম, শাশুড়ি আনোয়ারা বেগমসহ ১১ আসামী করে বালিয়াডাঙ্গি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রধান দুজন আসামীকে গ্রেফতার করেন। কিন্তু বাকি আসামীরা এখনো খোলোমেলা ঘুরে বেড়াচ্ছে ও মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে পরিবারকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার