গাজীপুরের টঙ্গী খাঁ পাড়া সড়কে অভিযান চালিয়ে বেশ কয়েকটি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং নগদ অর্থ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভ্রাম্যমান আদালত মো. কবির, রেজাউল ইসলাম,দুলু মিয়া,রমাজান হাজী,আরিফুর রহমান,গিয়াস উদ্দিন,আলমের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেন। এসময় সৌদিয়া হাউসের মালিক কবিরকে ১ লাখ, রমাজান হাজীকে ৫০ হাজার, রেজাউল করিমকে ১০ হাজার, দুলূকে সাড়ে আট হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত । টঙ্গী জোনের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করলে এ বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার