কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাসের ওপর গাছের ডাল ভেঙে পড়ে রাসেল (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত রাসেল ঢাকা কেন্দ্রিয় কারাগারের কারারক্ষী বলে জানা গেছে। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলার কৈবত হাটি গ্রামের হোসেন আলীর ছেলে।
ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দু'জন কারারক্ষী ও তাদের এক ব্যবসায়ী বন্ধু একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে নিকলী যাচ্ছিলেন। সন্ধ্যার পর মাইক্রোবাসটি ভৈরবের কালিকাপ্রসাদ যাবার পর ঝড়ে রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে মাইক্রোবাসের ওপর পড়ে। এতে কারারক্ষী রাসেল ঘটনাস্থলেই নিহত হন। অপর কারারক্ষী রুহুল আমীন (৩৫) ও তাদের বন্ধু ব্যবসায়ী রতন মিয়া (৩২) আহত হন।
তাদেরকে ভৈরব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত সবার বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/মাহবুব