সাতক্ষীরার কলারোয়ায় ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধে ক্রেতার হামলায় এক মুদি দোকানদার আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলারোয়া বাজারের কাছাড়ী মোড়ের রবিউল স্টোরে এ ঘটনা ঘটে। আহত মুদি দোকানদার নজরুল ইসলাম (৩৬) উপজেলার পরাণপুর গ্রামের মৃত রওশন আলীর ছেলে। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত রায়টা গ্রামের মৃত শেখ মোজাম্মেল হকের ছেলে শেখ মঞ্জুর হোসেনকে (৫৩) পুলিশ গ্রেফতার করেছে।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম জানিয়েছেন, কলারোয়া বাজারে রবিউল স্টোরের মালিক নজরুল ইসলামের সাথে দোকান থেকে মালামাল কেনাকে কেন্দ্র করে মঞ্জুর হোসেনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মুদি দোকানদার নজরুল মঞ্জুর হোসেনকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে তার কাছে থাকা নতুন ক্রয়কৃত দা দিয়ে সে দোকানদারকে কোপ দেয় বলে গ্রেফতারকৃত মঞ্জুর হোসেন দাবি করেছে।
এ ব্যাপারে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ শফিকুল ইসলাম জানান, আহত নজরুলের ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৭/হিমেল