নোয়াখালীর চাটখিলে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ইয়াছিন আরাফাত (৩৫) সাহাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আজ রাত আটটার দিকে সাহাপুর হাই স্কুলের মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে চাটখিল, লক্ষীপুর সদর ও রামগঞ্জ থানায় হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৯টি মামলা রয়েছে। আজ সন্ধ্যায় সে সাহাপুর বাজারে গেলে লোকজন তাকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালমর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার