কেরানীগঞ্জে র্যাবের অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো রানা হাওলাদার (২৮), কামাল হোসেন (৩৭), শাওন (২৫) ও কামাল বেপারি (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ২টি ছুরি উদ্ধার করা হয়েছে
মঙ্গলবার রাত ১০টা নাগাদ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা চিতাখোলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। র্যাব-১০ ক্রাইম প্রিভিনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডাকাত চক্রটি ওই এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় কয়েক ডাকাত পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর