মেহেরপুরের মুজিবনগরের কেদারগঞ্জ বাজার অবস্থান করার সময় ৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার ভোর ৬ টার দিকে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তাদের আটক করে থানা হেফাজতে নেন।
আটকৃতরা হলেন- মিয়ানমারের নিমেরনাই থানার শিকদার পাড়া গ্রামের মৃত আলী আহম্মেদ ওয়ালিজের ছেলে আব্দুল গনি (৩০), আব্দুল গনির স্ত্রী সালেমা খাতুন (২৭), তাদের সন্তান জাহাঙ্গীর আলম (১০), নূর হালিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও তসলিমা খাতুন (১০ মাস)।
তবে উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে বলে পুলিশ জানালেও এ বিষয়ে বিজিবি কোন তথ্য দিতে পারেনি। এ ব্যাপারে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলাম বলেন, এ ধরণের কোন ঘটনা তাদের জানা নেই।
ওসি মনিরুল ইসলাম বলেন, বুধবার ভোরে দিকে নাজিরাকোনা সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। তারা দেশের অন্য কোথায় যাওয়ার জন্য কেদারগঞ্জ বাজারে অবস্থান করে। খবর পেয়ে কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় মিলেছে। তারা গত দুই সপ্তাহ পূর্বে মিয়ানমার থেকে ভারতে গিয়েছিলেন। তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/হিমেল