গাজীপুর সিটি কর্পোরেশনের জয়বাংলা রোডের বাহার মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি মনোহরি দোকান পুড়ে গেছে। বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আব্দুল মোতালেবের মািলকানাধীন তিনটি মনোহারি দোকান ও মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/আরাফাত