‘পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভবনা’- প্রতিপাদ্যকে সামনে রেখে স্যানিটেশন মাস উপলক্ষে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বেলা সাড়ে ১০ টায় ফরিদপুর পৌরসভা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি গালর্স স্কুল, সুপার মার্কেট, মাতৃমঙ্গল সড়ক ঘুরে ফের পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, প্রধান প্রকৌশলী শামসুল আলম, সচিব তানজিমুল হাসান, ২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, এসডিসি’র পরিচালক কাজী আশরাফুল হাসান, কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন, পৌরসভার হিসাব রক্ষক ফজলুল করিম আলাল, রাসিন’র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের জেলা কো-অডিনেটর শিপ্রা গোস্বামী, প্রাকট্রিক্যাল এ্যাকশনের আনোয়ার হোসেন প্রমুখ।
তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরন প্রকল্প ও প্রাকট্রিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগীতায় র্যালি ও আলোচনা সভায় ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/হিমেল