ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শহরের কমলাপুর বাসভবন থেকে বেনজির আহমেদকে আটক করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন আহমেদ জানান, পুরনো একটি মামলায় বেনজির আহমেদ তাবরিজকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, বেনজির আহমেদ তাবরিজকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহাজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/আরাফাত