ঠাকুরগাঁও নারী পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ফ্রি টেলিটক সিম বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে টেলিটক বিডি'র সহায়তায় বুধবার দুপুরে পুলিশ লাইনের ড্রীল শেড কক্ষে আনুষ্ঠানিকভাবে ফ্রি টেলিটক সিম বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফরহাদ আহমেদ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি অনিতা রাণী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার এরিয়া ম্যানেজার নুরুজ্জামান, ঠাকুরগাঁও জেলার টেলিটকের ডিলার রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে নারী পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ফ্রি ৮১টি টেলিটক সিম বিতরণ করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/হিমেল