দিনাজপুরের নবাবগঞ্জে নানী বেলি খাতুনকে (৫৫) হত্যায় জড়িত সন্দেহে নাতি হাফিজুর রহমান ওরফে শান্তকে (১৫) মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, নিখোঁজের ১২দিন পর নিজ বাড়ির পায়খানার কুপে মঙ্গলবার রাতে বেলি খাতুন নামে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
গ্রেফতার শান্ত জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বারকান্দি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। ঘটনাটি নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামে ঘটেছে। মৃত বেলি খাতুন ওই গ্রামের মৃত সাহাজ উদ্দীনের স্ত্রী।
মঙ্গলবার রাতেই নিহত বেলি খাতুনের ভাই নবাবগঞ্জের আখিরা গ্রামের আফিল উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় নাতি শান্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণসহ গ্রেফতার শান্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম আজাদ জানান, গ্রেফতার শান্ত নবাবগঞ্জের ভাদুরিয়া গ্রামের নানী বেলি খাতুনের সাথে তার বাড়িতে বাস করত। গত ১২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তার নানীকে হত্যা করে বাড়ির বাইরে পায়খানার কুপে রাখে। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে পুলিশ সংবাদ পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে। রাতেই নিহত বেলি খাতুনের ভাই আফিল উদ্দীন বাদী হয়ে মামলা করলে ওই মামলায় নাতি শান্তকে গ্রেফতার করা হয়।
কি কারণে ওই হত্যার ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম