খাগড়াছড়ি জেলার পানছড়িতে চেঙ্গী নদীতে নিখোঁজের ৫ দিন পর শান্তিপুর রাবার ড্যাম এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত মরদেহটি পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আনোয়ার হোসেনের (২০) বলে নিশ্চিত করে তার বড় ভাই সাইফুল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চেঙ্গী নদীতে মাছ ধরতে আসা কয়েক জেলে পঁচা দুর্গন্ধ অনুভব করে এদিক-সেদিক তাকিয়ে চেঙ্গী নদীর বালুর স্তপে একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পানছড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ সনাক্ত করে সাইফুল জানায়, গত শনিবার বেলা ২টার দিকে আনোয়ার চেঙ্গী নদীতে ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে নদীর পানির স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলেও তিনি জানান।
এদিকে মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. মিজানুর রহমান।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/হিমেল