নারায়নগঞ্জের রূপগঞ্জে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে উপজেলা কড়ইতলা থেকে র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মনির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সুন নাহাত হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ওলিওল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার