সিরাজগঞ্জের শাহজাদপুর ও বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও দেয়াল চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ছোট চানতারা গ্রামের আব্দুল জলিলের ছেলে অসীম (১০) ও বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৫০)।
পুলিশ জানায়, বুধবার দুপুরে হাসলা খোলা গ্রামের শাহীনের বাড়িতে টিনের চালার উপর রোদে কাঁথা শুকানোর সময় অসাবধানতাবশত চালের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে অসীম জড়িয়ে পড়ে। গুরুতর অবস্থায় হাসপাতলে নেয়ার পর সে মারা যায়।
অন্যদিকে, চরচালা গ্রামের হাজী আমিরুল ইসলামের বাড়ির দেয়ালের পাশেই ঝুপড়ি ঘরে বসবাস করতো রহিমা বেগম। মঙ্গলবার রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ দেয়াল ধ্বসে পড়ে। এতে রহিমা বেগম দেয়াল চাপায় আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন