বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিরাজগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার বিকেলে শহরের মুক্তির সোপানে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।
এ সময় পুলিশ মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক এ্যাড. বিমল কুমার দাস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলায় সিরাজগঞ্জের নয়টি থানার নয়টি পুলিশ দল অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর থনা ও এনায়েতপুর থানা অংশগ্রহণ করেন। খেলায় সিরাজগঞ্জ সদর থানার দল জয়ী হয়। পুলিশ প্রশাসনের কাবাডি খেলা দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন