বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। গত ১৮ অক্টোবর নাশকতা ও বিষ্ফোরক আইনের দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। এই জামিনের কাগজ বগুড়া কারাগারে পৌঁছালে বুধবার বিকালে তিনি জামিনে মুক্ত হন।
বিএনপি জোটের অবরোধ কর্মসূচী চলাকালে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও বিষ্ফোরক আইনে বগুড়া সদর থানায় দায়েরকৃত মামলায় এক মাস ৪দিন কারাগারে আটক থাকার পর তিনি জামিন পেলেন। বুধবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হলে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ভিপি সাইফুলকে জেলগেটে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে তার সূত্রাপুরস্থ নিজ বাসায় নিয়ে যায়। সেখানে বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিএনপি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, একেএম তৌহিদুল আলম মামুন, আবুল বাশার, ফজলুল হক উজ্জল, ফারুকুল ইসলাম ফারুক, মাহমুদ শরীফ মিঠু, মাজেদুর রহমান জুয়েল, মাহবুব হাসান লেমন, মাসুদ রানা, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন