ছয় দফা দাবিতে বাংলাদেশ ইবতেদায়ি শিক্ষক সমিতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমী সড়কের সামনে বিভিন্ন উপজেলার ইবতেদায়ি শিক্ষক সমিতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।
কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইবতেদায়ি শিক্ষক সমিতির কুমিল্লা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, ইবতেদায়ি মাদ্রাসাসমূহ জাতীয়করণ, শিক্ষকদের সরকারিকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং দাখিল, ফাযিল ও কামিল মাদ্রাসাকে পৃথক করে ভবন নির্মাণসহ ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ইবতেদায়ি শিক্ষক সমিতি ফাউন্ডেশন কুমিল্লার সদস্য নাজমুল হাসান ভূঁইয়া, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবদুর রহিম, মফিজুল ইসলাম, রুহুল কুদ্দুছ সরকার, আবু শাহিন চৌধুরী ও মো. সামির হোসাইন প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/এনায়েত করিম