লালমনিরহাটে ২০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে হাতিবান্ধা উপজেলার পূর্ব সারডুবি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে হাতিবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সারডুবি গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ নূর মোহাম্মদ (২৭) ও ইউসুফকে (২৮) আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
আটককৃত নূর মোহাম্মদ বাবু নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ামারী গ্রামের মৃত নুরুল হকের ছেলে ও ইউসুফ আলী একই উপজেলার জুম্মাপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ