নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম রতন কুমার, বয়স ১৯ বছর। বুধবার দিনগত রাত ১০টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ ব্যাপারে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার মহিষর গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হবে।
এ ঘটনায় রতনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন জাকিরুল ইসলাম।
রতন উপজেলার দাদনপুর গ্রামের বদুয়ার ছেলে।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ