দুর্নীতির মামলায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমানের ১০ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ঝিনাইদহ জেলা শহরে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিতে হচ্ছে।
গতকাল বুধবার যশোর প্রেসক্লাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হরতালের ডাক দেন।
যদিও এরপর থেকে বিএনপি নেতাকর্মীদের রাজপথে দেখা মেলেনি এবং কেপিবসু সড়কে বিএনপির কার্যালয়টিও তালাবন্ধ অবস্থায় রয়েছে।
তবে বিএনপি রাস্তায় না নামলেও হরতাল বিরোধী দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। আজ সকালে শহরের পোস্ট অফিসের সামনে থেকে খণ্ড খনণ্ড বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বর মোড়ে গিয়ে মিলিত হয়। সেখানে অবস্থান নেয় আওয়ামী লীগ। এসময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সকল প্রকার যান চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলা রয়েছে। এছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/মাহবুব