নেত্রকানা প্রেসক্লাব মিলনায়তনে 'জনসচেতনতায় জনউদ্যোগ : প্রেক্ষিত নেত্রকানা' বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ১৫টি বিষয় তুলে ধরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে নেত্রকোনার স্বেচ্ছাসেবক সংগঠন জনউদ্যোগ। প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন জনউদ্যোগের ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল।
জনউদ্যোগের সদস্য মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, শিক্ষক নেতা ননী গোপাল সরকার, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, ভজন দাস, আলপনা বেগম, সুজাদুল ইসলাম ফারাস, কবির হোসেন চান মিয়া ও দিলওয়ার খান প্রমুখ।
নেত্রকানা আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং এর সম্প্রসারণ, আদিবাসীদের উন্নয়নে মতবিনিময় সভা, নেত্রকোনার সড়ক উন্নয়নে মানববন্ধনসহ জেলার ১৫টি বিষয় তুলে ধরা হয়।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/ফারজানা