ফেনী কারাগারে মাদক মামলার সাজাপ্রাপ্ত কয়েদি নুরুল ইসলাম ওরফে তাপস সরকারের (৩৯) মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নুরুল ইসলাম ওরফে তাপস সরকার (৩৯) সদর উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের নারায়ণ দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কারাগারের জেলার শঙ্কর মজুমদার বলেন, তাপস একটি মাদক মামলায় ১৫ মাসের সাজাপ্রাপ্ত ও অপর একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে ফেনী কারাগারে বন্দি ছিলেন।
তিনি আরও বলেন, বুধবার রাতে ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন তাপস। প্রথমে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করে। পরে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের জানান, বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৭/এনায়েত করিম