লক্ষ্মীপুরে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ১৭৩ জন গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর হাসপাতালের হলরুমে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি জেলা শাখার আয়োজনে সমিতির জেলা সভাপতি একে এম মাহমুদ রিয়াজের সাভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ।
প্রশিক্ষণ সমন্বয়কারী উত্তম কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, ডা. নিজাম উদ্দিন, ডা. আশফাকুর রহমান মামুন, ডা. মো. আনোয়ার হোসেন, ডা. মো. নাজমুল হাসান, ডা. আমেনা বেগম, প্রশিক্ষ সমন্বয়কারী সদস্য কনক চন্দ্র দাস প্রমুখ। বক্তারা প্রশিক্ষনার্থীদের আইন মেনে গ্রাম পর্যায়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার আহবান জানান। জটিল রোগীদের সরকারি হাসপাতালে রেফার করার পরামর্শসহ জেলার সকল গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসারও আহবান জানান তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার