রংপুরে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন জায়গা থেকে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, গ্রেফতার ওই দুই মাদক বিক্রিতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার