রাজশাহীতে ইটবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দীপক বিশ্বাস (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজপাড়া থানার লিলি সিনেমা হলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক বিশ্বাস মহানগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার মৃত ফ্রান্সিস বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দীপক বিশ্বাস রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ইটবোঝাই ট্রাক (পাবনা ট-১১-০১১৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই দীপক বিশ্বাসের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা ধাওয়া করে অল্প দূর গিয়ে ট্রাকসহ চালককে আটক করে। পরে রাজপাড়া থানা পুলিশ ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ট্রাক চালককে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান