রাজশাহীর পুঠিয়ায় শয়নকক্ষে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই কিশোরী হলেন উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আয়ুব আলীর স্কুল পড়ুয়া মেয়ে এনি খাতুন (১২)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সে ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এনি খাতুনের শয়নক্ষের তীরের সঙ্গে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে বিষয়টি জানাজানি হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন