সর্বনিম্ন ৮ হাজার ৭৫০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় মজুরী স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসচী পালন করেছে চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের শ্রমিকরা।
সেক্টর করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকে বৃহস্পতিবার সকাল ৮ থেকে বেলা ১১টা পর্যন্ত চিনিকল প্রাঙ্গনে এ অবস্থান কর্মসুচী পালন করে শ্রমিকরা। দ্রুত এ দাবী বাস্তবায়ন না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন কেরু শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স।
আন্দোলনকারিরা জানান, কেরু চিনিকলসহ সারাদেশে বিভিন্ন রাষ্ট্রায়াত্ব কল-কারখানায় ৭০ হাজার মজুরী কমিশনভুক্ত শ্রমিক রয়েছেন। যারা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন