নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাসে মারামারির ঘটনায় জড়িত ছাত্রদেকে চিহ্নিত করে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ এবং ক্যাম্পাসে সন্ধানী ক্লাব ও মেডিসিন ক্লাবের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
কলেজেরে উপাধ্যক্ষ বাপ্পা গৌতম জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সভায় গত সোমবার ক্যাম্পাসে ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে বুধবার বিকেলে ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকায় কলেজের আবাসিক হোষ্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদেরকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হোষ্টেল ত্যাগের নির্দেশ দিয় কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীদের একাংশ হোষ্টেল ত্যাগের পর সভা চলাকালে একাডেমিক ভবনের সামনে অবস্থান নেয়। পরে পুলিশ তাদেরকে ক্যম্পাস থেকে সারয়ে দেয়।
গত সোমবার কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সন্ধানী ক্লাব ও মেডিসিন ক্লাবে ভেড়ানো নিয়ে ছাত্রলীগের বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন