বরিশালে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে প্রতীকী ধর্মঘট এবং মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর হেমায়েত উদ্দিন রোডে (গীর্জা মহল্লা) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হেমায়েত উদ্দিন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন একেএম মুসা কাজল, মো. নুরুল আমীন, মো মাছুম সহ অন্যান্যরা।
ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার হেমায়েত উদ্দিন রোডের মুঠোফোন ব্যবসায়ী সোহেল খানের উপর চাঁদার দাবীতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তার দোকান থেকে সোয়া লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। আহতাবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন