কুমিল্লায় যৌতুকের জন্য গৃহবধূ রোজিনা আক্তারের হাত-পা বেঁধে গায়ে অকটেন ঢেলে দরজা আটকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও স্বজনরা।
বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বন্ধু মহল নামে একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে গৃহবধূ রোজিনা আক্তারের স্বামী সাজ্জাদ হোসেনসহ মামলায় অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা।
রোজিনার পরিবারের সূত্র জানায়, গত ১৬ অক্টোবর রাতে যৌতুকের জন্য স্বামী সাজ্জাদ হোসেন, শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে রোজিনার হাত-পা বেঁধে গায়ে অকটেন ঢেলে দরজা আটকে পুড়িয়ে মারার চেষ্টা করে। পরে অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূ রোজিনা পরদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এরপর রোজিনা বাবা আবদুস ছালাম মিয়া অভিযুক্ত স্বামী সাজ্জাদকে প্রধান আসামি করে শশুর, শাশুড়ি ও দেবরের নাম উল্লেখ করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।
মানববন্ধনে নিহত রোজিনা আক্তারের মা রেহানা আক্তার জানান, আমার মেয়ে যৌতুকের বলি হয়েছে। তাদের দাবিকৃত যৌতুকের সব টাকা না দিতে পারার কারণে তার গায়ে অকটেন ঢেলে পুড়িয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই। আর যেন কোন মায়ের সন্তান যৌতুকের বলি হয়ে পুড়ে মারা না যায়।
নিহত রোজিনা কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার আবদুস সালামের মেয়ে। তাদের গ্রামের বাড়ি জেলার মুরাদনগর রাজা চাপিতলা। অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেন কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর ইতালী মার্কেট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন