চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের তালবাগান মাঠে তিন বিঘা জমির প্রায় ৩০০ লাউগাছ কেটে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এতে ওই লাউচাষীর প্রায় ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ঘটনায় লাউচাষী লোকনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন সোহাগ দিশেহারা হয়ে পড়েছেন।
তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা শত্রুতামূলকভাবে তার লাউক্ষেত কেটে দেয়। ২ মাস আগে তিনি জমিতে লাউ চাষ করেন। ক্ষেতে লাউ এসেছিল প্রচর ক্ষেত থেকে লাউ তোলা শুরু হয়েছিল।
বুধবার ফরহাদ হোসেন তার ক্ষেত থেকে ১৫ হাজার টাকার লাউ তুলে বিক্রি করেন। ক্ষেত থেকে একদিন পর পর লাউ তোলা যায়। এ মৌসুমে ক্ষেত থেকে ছয় লাখ টাকার লাউ বিক্রি করা সম্ভব হত। শত্রুতামূলকভাবে ক্ষতি করার উদ্দেশ্যে সংঘবদ্ধ কোনো চক্র তার এ ক্ষতি করেছে।
সোহাগ আরো জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। যা পরবর্তীতে মামলায় রূপান্তরিত হবে।
বিডি প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান