পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, ‘নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে, পূর্বের যেকোন সকারের তুলানায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছন। নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অসংখ্য পদক্ষেপ গ্রহণ করেছন। উন্নয়নে নারী পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছিয়ে থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়।’
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌঁলখাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বটতলী ইউনিয়নের কাশিপুর স্কুলে মহিলা সমাবেশে এসব কথা বলেন।
তিনদিনের সরকারি সফরে কুমিল্লার নাঙ্গলকোটে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন মন্ত্রী।
মহিলা সমাবেশে তিনি আরো বলেন, ‘আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, স্পীকার, বিরোধী দলীয় নেতাসহ অনেক মন্ত্রী এমপি নারী- সুতরাং রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। আপনাদেরকেও রাজনীতিতে পিছিয়ে পড়লে চলবে না। রাজনীতি করতে হবে, উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে। দেশের জন্য কাজ করে যেতে হবে, কেননা আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য।’
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ মো.আবু ইউসুফ, নাঙ্গলকোট পৌর মেয়র মো. আবদুল মালেক ও নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুইয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন