স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশ্যে বলেছেন, তত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকারের দাবিতে আন্দোলন করে কোন লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে। অহেতুক আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করবেন না। জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে দেশের জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করবে।
বৃহস্পতিবার বিকেলে কাজীপুরের দুর্গম চর তেকানীতে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনের কথা বাদ দিয়ে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। জনগন যাদের ভোট দিবে আগামীতে তারাই ক্ষমতায় আসবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলেই দেশে লুটপাট-জঙ্গী-সন্ত্রাসের রাজত্ব কায়েম করে-এটা জনগন বুঝে ফেলেছে। তাই আগামী নির্বাচনেও জনগন আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, একাত্তরের ঘাতকরা এবং জঙ্গীবাদের মদদদাতারা আগামী নির্বাচনে অংশ নিয়েও যাতে নির্বাচিত হতে না পারে সে জন্য দলীয় নেতাকমী এবং জনগণকে সজাগ থাকতে হবে ।
তেকানী ইউনিনয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনার রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র ,সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান