আবার সানি লিওন। ফের বড়পর্দায় সানি জুটি বাঁধছেন আরবাজ খানের সঙ্গে। গোটা ট্রেলরজুড়ে শুধুই সানির লাস্য। তেরা ইন্তেজার ছবিটি পরিচালনা করেছেন রাজীব ওয়ালিয়া। ছবিটি মুক্তি পাচ্ছে চব্বিশে নভেম্বর।
সম্প্রতি মুক্তি পেল তেরা ইন্তেজারের ট্রেলার ৷ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন আরবাজ খান ও সানি লিয়ন। এই অনুষ্ঠানে এসেই সানি জানালেন, এই ছবি আমার অন্য ছবির থেকে একেবারে আলাদা। ছবিতে রোম্যান্সের সঙ্গে সঙ্গে রোমঞ্চও রয়েছে।
আরবাজ খানের কথায়, সানি যে শুধুই সুন্দরী নন, খুব ভালো অভিনেত্রী। আর তা এই ছবিতেই প্রমাণিত।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত