সাভার পৌর এলাকার উলাইল বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আজিয়ার মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজিয়ারের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদিপান গ্রামে।
পুলিশ জানায়, সকালে সাভারের গেণ্ডা এলাকার একটি কারখানার নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন আজিয়ার। এসময় উলাইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে একটি বাস পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আজিয়ারকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিয়ার স্ত্রী-সন্তান নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার রবিনের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ