দুর্বৃত্তরা ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ এলাকার এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বাড়ি পাশের একটি ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত যুবক মানিক (৪০) শিবগঞ্জ মহেশপুর এলাকার মৃত দলিলুরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলা শিবগঞ্জ মহেশপুর এলাকার মানিক প্রতিদিনের ন্যায় রাতে মাছ ধরে ঘরে ফিরে। শুক্রবার হঠাৎ রাত ৩ টায় মানিককে এক ব্যক্তি ডেকে নিয়ে যায়।
পরে কয়েকজন দুর্বৃত্ত একত্রিত হয়ে মানিককে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা পাশের একটি ধান ক্ষেতে মানিকের মৃত দেহটি ফেলে পালিয়ে যায়।
পরিবারের দাবি, পূর্বের জমি সংক্রান্ত জেরে মানিককে হত্যা করা হয়েছে। এর আগেই মানিককে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা এমন অভিযোগ মানিকের স্ত্রী মাসুদা।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার কিছু লোকের সাথে শক্রতার সৃষ্টি হয়। সেই জেরেই মানিক হত্যার স্বীকার হতে পারে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিফায়াতুল মাজদার সিফাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শক্রতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথিমকভাবে ধারণা করছে পুলিশ। তবে বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ