কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর এলাকায় পানিতে ডুবে নাফিজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাফিজ ওই এলাকার আশাদুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, বাড়ির পাশে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় নাফিজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম