নেত্রকোনার দুর্গাপুরের পৌর সভার ৮নং ওয়ার্ড খুজিউরা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সি কামাল (৩০) নামের এক কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে দূর্গাপুর থানার পুলিশ। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছে ১০ বোতল ভারতীয় মদ অফির্সার চেয়েজ ও ৬ বোতল ফেনসিডিল পাওয়া জব্দ করে।
দূর্গাপুর থানার (ওসি) অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার খুজিউরা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১০ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী ফেন্সি কামালকে হাতেনাতে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও ফেন্সি কামালের বিরুদ্ধে পূর্ব থেকেই আরও ৪ টি মামলা রয়েছে বলেও জানা তিনি।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ