বরিশাল সদর উপজেলার উত্তর লামছরি থেকে একটি ওয়ান শুটারগানসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অস্ত্রসহ আটক মামুন বেপারী ওই এলাকার মৃত বেল্লাল বেপারীর ছেলে।
নগরীর কাউনিয়া থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উত্তর লামছরি এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মামুনকে আটক করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ