ভাঙ্গায় ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ কলেজিয়েট স্কুলের গভর্নিং বডির নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ৮ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আগামী ২৯ অক্টোবর রবিবার ঐ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একটি প্যানেল ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী সমর্থিত আরেকটি প্যানেল প্রতিদ্বন্দিতা করছিল। প্রশাসন ২৬ অক্টোবর রাতে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠানের দাবিতে আওয়ামী লীগ আজ সকাল সাড়ে ৮টার দিকে শরীফাবাদ বাজারে মিছিল বের করে। মিছিল শেষে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
সকাল ৯টার দিকে স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী সমর্থকরা নির্বাচনের দাবিতে পৃথক মিছিল বের করে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি হওয়া ৮ জনের মধ্যে ৭ জন আওয়ামী লীগ সমর্থক। একজন স্বতন্ত্র সাংসদ সমর্থক।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হায়দার মীর দয়াল বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করে আমাদের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি। এ সময় স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী সমর্থক মতিয়ার রহমান, নিরু খলিফা ও বাকী খলিফার নেতৃত্বে রামদা, ঢাল, সড়কি নিয়ে আমাদেরকে কুপিয়ে পিটিয়ে জখম করে।
অন্যদিকে, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরী সমর্থক ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের মজিবর ফকির (৪৫) বলেন, আমাদের মিছিল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় প্রথমে তর্ক-বিতর্ক, হাতাহাতি ও পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ