আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতে গিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন তা রাজনৈতিক ভাষা নয়, রাস্তার ভাষা।
শুক্রবার বেলা ১২টায় নোয়াখালীর সোন্দলপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বাড়িতে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। বিকেলে তিনি একই স্থানে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/হিমেল