রাজশাহীর বাগমারা উপজেলায় তিন মাদকসেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তাদের আটক করে পুলিশ। এরপর শুক্রবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগমারা গ্রামের আইয়ুব আলীর ছেলে আক্কাস আলী (৩৮), শ্রীপুর গ্রামের মতলেবুর রহমানের ছেলে জামাল উদ্দীন (৩০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মাসুদুল হক (৪৫)।
আক্কাস ও জামালকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাসুদুল হককে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার টাকা।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ভেতরেই মাদকসেবনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় এই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এসময় তারা দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম তাদের দণ্ডাদেশ দেন।
ওসি আরও জানান, অ্যাম্বুলেন্স চালক জরিমানার অর্থ পরিশোধ করে ছাড়া পেয়েছেন। বাকি দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/আরাফাত